৭৭
তোরই নামের কবচ দোলে
আমার বুকে, হে শংকরী!
কী ভয় দেখাস? আমি তোকেও
ভয় করি না ভয়ংকরী।।
মৃত্যু-প্রলয় তাদের লাগি
নয় যারা তোর অনুরাগী
(ও মা)
তোর শ্রীচরণ আশ্রয় মোর
(দেখে)
মরণ আছে ভয়ে মরি।।
আমি
তোরই মাঝে ঘুমাই জাগি,
তোরই কোলে কাঁদি হাসি!
তোর যদি না হয় মা বিনাশ
মা আমিও অবিনাশী।।
(তোর)
চরণ ছেড়ে পালায় যারা
মায়ার জালে মরে তারা
তোর মায়াজাল এড়িয়ে গেলাম
মা তোর অভয়-চরণ ধরি।।
No comments:
Write comments