৯০
দ্বৈত গান
পুরুষ॥
আজি মিলন-বাসর প্রিয়া
হেরো মধুমাধবী নিশা।
স্ত্রী॥
কত জনম-অভিসার শেষে
প্রিয় পেয়েছি তব দিশা॥
পু॥
সহকার-তরু হেরো দোলে
মালতী লতায় লয়ে বুকে,
স্ত্রী॥
মাধবী-কাঁকন পরি
দেওদার তরু দোলে সুখে।
উভয়ে॥
হায় প্রাণ কানায় কানায় আজি পুরে
হিয়া আবেশ-পুলক-মিশা॥
পু॥
শরাব-রঙের শাড়ি পরেছে চাঁদনি রাতি,
স্ত্রী॥
তারার রূপে গলে পড়ে গগনে চাঁদের বাতি,
পু॥
হল জোছনা-শিরাজি রঙিন
স্ত্রী॥
নীল আকাশের শিশা॥
পু॥
হেরো জোয়ার-উতলা সিন্ধু পূর্ণিমা চাঁদেরে পেয়ে,
স্ত্রী॥
কোন দূর অতীত স্মৃতি মম প্রাণে-মনে ওঠে ছেয়ে।
উভয়ে॥
মিলন-ঘন-মেঘলোকে আজি মিটিবে মরু-তৃষা॥
No comments:
Write comments