১৩
মা গো তোমার অসীম মাধুরী
বিশ্বে পড়িছে ছড়ায়ে।
তোমার আঁখির স্নিগ্ধ লাবণি
ঝরিছে গগন গড়ায়ে।।
কুমুদে কমলে দিঘি সরোবরে
তোমার পূজাঞ্জলি থরে থরে
তব অপরূপ রূপ বিহরে
নিখিল প্রকৃতি জড়ায়ে।।
অরুণ-কিরণে হেরি মা তোমারই
মুখের অভয় হাসি,
নাচে আনন্দে নদীতরঙ্গ
প্রাণে প্রাণে বাজে বাঁশি।
আগমনি গায় সৃষ্টি অশেষ
ধ্যান ভেঙে চায় হাসিয়া মহেশ,
তোমারে পূজিতে পূজারিনি বেশ
ধরণিরে দিল পরায়ে।।
No comments:
Write comments