৬৪
পাতার পর্দানশিন মুকুল, ফুটেই হেরে তোমায় পাছে!
মাতোয়ালা ‘নার্গিস’ শরমে তোমায় হেরি মরণ যাচে।
তোমার কাছে রূপের বড়াই কেমন করে করবে গো ফুল?
ফুল পেল রূপ চাঁদ চোঁয়ায়ে, চাঁদ পেল রূপ তোমার কাছে।।
No comments:
Write comments