সুরা ইখলাসইখলাস : সম্প্রীতি।
শুরু করিলাম পূত নামেতে আল্লার
শেষ নাই সীমা নাই যাঁর করুণার।
বলো, আল্লাহ্ এক! প্রভু ইচ্ছাময়,
নিষ্কাম নিরপেক্ষ, অন্য কেহ নয়।
করেন না কাহারেও তিনি যে জনন,
কাহারও ঔরসজাত তিনি নন।
সমতুল তাঁর
নাই কেহ আর।
No comments:
Write comments