সুরাসুরা : শ্লোক। ফাতেহাফাতেহা : উদ্ঘাটিকা বা কোরআন শরিফের প্রথম সুরা। মৃত ব্যক্তির আত্মার কল্যাণের জন্য সুরা ফাতেহাদি পাঠ করে প্রার্থনা এবং দরিদ্র ভোজনাদি অনুষ্ঠান হয়।
(শুরু করিলাম) লয়ে নাম আল্লার
করুণা ও দয়া যাঁর অশেষ অপার।
সকলই বিশ্বের স্বামী আল্লার মহিমা,
করুণা কৃপার যাঁর নাই নাই সীমা।
বিচার-দিনের বিভু! কেবল তোমারই
আরাধনা করি আর শক্তি ভিক্ষা করি।
সহজ সরল পথে মোদেরে চালাও,
যাদেরে বিলাও দয়া সে পথ দেখাও।
অভিশপ্ত আর পথভ্রষ্ট যারা, প্রভু,
তাহাদের পথে যেন চালায়ো না কভু।
No comments:
Write comments