১১
রক্ত-রাঙা হল হৃদয় তোমার প্রেমের পাষাণ-ব্যথায়।
তোমার ও-রূপ জ্ঞান-অগোচর, পৌঁছে নাকো দৃষ্টি সেথায়।
জড়িয়ে গেল ভীরু হৃদয় তোমার আকুল অলক-দামে,
সন্ধ্যা-কালো কেশে বাঁধা দেখছি ওরে ছাড়ানো দায়।।
No comments:
Write comments