Search This Blog

Theme images by MichaelJay. Powered by Blogger.

Blog Archive

Wednesday, December 7, 2016

এসো কল্যাণী, চির-আয়ুষ্মতী

৭৯


ভজন


  



এসো

  কল্যাণী, চির-আয়ুষ্মতী!



তব

  নির্মল করে জ্বালো ভবন-প্রদীপ



  

  জ্বালো জ্বালো জ্বালো সতী॥


     মঙ্গল-শঙ্খ বাজাও বাজাও অয়ি সুমঙ্গলা!


     সকল অকল্যাণ সকল অমঙ্গল করো দূর শুভ-সমুজ্জ্বলা!



এসো

  মাটির কুটিরে দূর আকাশের অরুন্ধতী॥



এসো

  লক্ষ্মী গৃহের, আঁকো অঙ্গনে সুমঙ্গল আলপনা,



তব

  পুণ্য-পরশ দিয়ে ধূলি-মুঠিরে করো গো সোনা।



  

  তুমি দেবতার শুভ বর মূর্তিমতী॥



  

  স্নান-শুদ্ধা তুমি পূজা-দেউলে যবে কর আরতি,



  

  আনত আকাশ যেন তব চরণে করে প্রণতি।



  

          তব কুণ্ঠিত গুণ্ঠন-তলে



  

          চির-শান্তির ধ্রুবতারা জ্বলে,


     সংসার-অরণ্যে ধ্যান-মগ্না তুমি তপতী স্নিগ্ধজ্যোতি॥

No comments:
Write comments

Interested for our works and services?
Get more of our update !