৪
ভৈরবী – কারফা
জাগে না সে জোশ লয়ে আর মুসলমান
করিল জয় যে তেজ লয়ে দুনিয়া জাহান॥
যাহার তকবীরতকবীর : ‘আল্লাহু আকবর’ধ্বনি। ধ্বনি তকদিরতকদির : ভাগ্য, অদৃষ্ট।
বদলাল দুনিয়ার,
না-ফরমানির জামানায়
আনিল ফরমান খোদার,
পড়িয়া বিরানবিরান : ধ্বংসপ্রাপ্ত, জনমানবশূন্য। আজি
সে বুলবুলিস্তান॥
নাহি সাচ্চাই সিদ্দিকেরসিদ্দিক : সত্যবাদিতার জন্য প্রাপ্ত আবুবকরের উপাধি।,
উমরেরউমর : বিশ্বের দ্বিতীয় খলিফা, সুবিচারক। নাহি সে ত্যাগ আর,
নাহি সে বেলালেরবেলাল : ইসলামের প্রথম মুয়াজ্জিন। ইমান,
নাহি আলির জুলফিকার,
নাহি আর সে জেহাদ লাগি
বীর শহিদান॥
নাহি আর বাজুতে কুওতকুওত : শক্তি।
নাহি খালেদ-মুসা-তারেকখালেদ-মুসা-তারেক : খালেদ-মুসা-তারিক তিন বীর সেনাপতি।,
নাহি বাদশাহি তখ্ত তাউসতাউস : ময়ূর সিংহাসন।,
ফকির আজ দুনিয়ার মালিক,
ইসলাম কেতাবে শুধু,
মুসলিম গোরস্থান॥
No comments:
Write comments