Search This Blog

Theme images by MichaelJay. Powered by Blogger.

Blog Archive

Tuesday, December 6, 2016

এল ফুলের মহলে

২৯


সিন্ধু মিশ্র খেমটা


  


এল ফুলের মহলে ভোমরা গুনগুনিয়ে।


ও-সে কুঁড়ির কানে কানে কী কথা যায় শুনিয়ে॥


জামের ডালে কোকিল কৌতুহলে,


আড়ি পাতি ডাকে কূ কূ বলে


হাওয়ায় ঝরা পাতার নূপুর বাজে রুনুঝুনিয়ে॥


‘ধীরে সখা ধীরে’ – কয় লতা দুলে,


‘জাগিয়ো না কুঁড়িরে, কাঁচা ঘুমে তুলে, –


গেয়ো না গুন গুন গুন গুন সুরে


  প্রেমে ঢুলে ঢুলে।’


নিলাজ ভোমরা বলে, ‘না-না-না-না’-


  –ফুল দুলিয়ে॥

No comments:
Write comments

Interested for our works and services?
Get more of our update !