Search This Blog

Theme images by MichaelJay. Powered by Blogger.

Blog Archive

Tuesday, December 6, 2016

ভুল করে আসিয়াছি

৪৭


খাম্বাজ – মিশ্র কাহারবা


  


ভুল করে আসিয়াছি


অপরাধ যেয়ো ভুলে।


দেবতা চাহে কি ফুল মরে যবে পদমূলে॥


ভুলে গেছি স্বপন-ঘোরে


তুমি যে ভুলেছ মোরে,


তব খুঁজি স্মৃতির রেখা


ভাঙন-ধরা মনের কূলে॥


নাহি মনে – ব্যথা দিয়ে কবে কথা কয়েছিলে,


বিশ্ব আমার শূন্য করে কবে বঁধু বিদায় নিলে।


হাসি-মুখখানি শুধু মনে ওঠে দুলে দুলে॥


আমার স্মৃতির চিতা পুড়িতে সে কত বাকি,


দেখিয়া চলিয়া যাব যে দেশে নাই তোমার আঁখি।


তুমি থাক হাসির দেশে, আমি হতাশার কূলে॥

No comments:
Write comments

Interested for our works and services?
Get more of our update !