Search This Blog

Theme images by MichaelJay. Powered by Blogger.

Blog Archive

Friday, December 2, 2016

তোমার কুসুমবনে


খাম্বাজ-মিশ্র কাহারবা


  



  

তোমার কুসুমবনে আমি আসিয়াছি ভুলে।



  

তবু মুখপানে প্রিয় চাহো আঁখি তুলে॥



  

         দেখি সেদিনের সম



  

ওগো     ভুলে-যাওয়া স্মৃতি মম



  

তব ও-নয়নে আজও ওঠে কি না দুলে॥



ওগো

ভুল করে আসিয়াছি, জানি ভুলেছ তুমিও,



  

তবু ক্ষণেকের তরে এ-ভুল ভেঙো না প্রিয়।



  

         তীর্থে এসেছি মম দেবীর দেউলে॥



  

         তোমার মাধবী-রাতে



  

         আসিনি আমি কাঁদাতে,



  

কাঁদিতে এসেছি একা বিদায়-নদীর কূলে॥

No comments:
Write comments

Interested for our works and services?
Get more of our update !