২৬
কাবার জিয়ারতেজিয়ারত : সমাধি দর্শন, প্রদক্ষিণ ও আত্মার কল্যাণকামনায় প্রার্থনা। তুমি কে যাও মদিনায়।
আমার সালাম পৌঁছে দিয়ো নবিজির রওজায়রওজা : সমাধি-উদ্যান।॥
হাজিদেরই যাত্রা পথে
দাঁড়িয়ে আছি সকাল হতে,
কেঁদে বলি কেউ যদি মোর সালাম নিয়ে যায়॥
পঙ্গু আমি, আরব সাগর লঙ্ঘি কেমন করে
তাই নিশিদিন কাবা যাওয়ার পথে থাকি পড়ে।
বলি ওরে, দরিয়ার ঢেউ
(মোর) সালাম নিয়ে গেল না কেউ,
তুই দিস মোর সালামখানি মরুর লু হাওয়ায়,
ওরে কাবার দরওয়াজায়॥
No comments:
Write comments