সুরা তীনতীন : হজরত ইসার জন্মস্থানে তীন জায়তুন নামক গাছের আধিক্য ছিল।
শুরু করি লয়ে শুভ নাম আল্লার,
করুণা ও কৃপা যাঁর অনন্ত অপার।
শপথ ‘তীন’ ‘জায়তুন’ ‘সিনাই’সিনাই : এই পাহাড়ে হজরত মুসা তওরাত গ্রন্থ পান এবং খোদার জ্যোতি দর্শন লাভ করেন। পাহাড়
শপথ সে শান্তিপূর্ণ নগর মক্কার –
নিশ্চয় মানুষে আমি করেছি সৃজন
দিয়া যত কিছু শ্রেষ্ঠ মুরতি গঠন।
(যে জন সুবিধা এর লইল না তারে)
করিয়াছি নীচাদপি নীচ সে জনারে।
কিন্তু যে ইমানইমান : ধর্মীয় বিশ্বাস। আনে, সৎকাজ করে,
অনন্ত সে পুরস্কার আছে তার তরে।
‘সুবিচার পাবে সবে’ বলিলে তোমায়
মিথ্যার আরোপ করে কে সে তবে, হায়?
আল্লাহ্ কি নন
সব বিচারক চেয়ে শ্রেষ্ঠতম জন?
No comments:
Write comments