Search This Blog

Theme images by MichaelJay. Powered by Blogger.

Blog Archive

Wednesday, December 7, 2016

এল শ্যামল কিশোর

৫৯


কাজরি লাউনি


  


এল শ্যামল কিশোর,


তমাল-ডালে বাঁধো ঝুলনা।


সুনীল শাড়ি পরো ব্রজনারী


পরো নব নীপ-মালা অতুলনা।


তমাল-ডালে বাঁধো ঝুলনা॥


ডাগর চোখে কাজল দিয়ো,


আকাশি-রং পোরো উত্তরীয়,


নব-ঘন-শ্যামের বসিয়া বামে –


দুলে দুলে বোলো, ‘বঁধু, ভুলো না!’


তমাল-ডালে বাঁধো ঝুলনা॥


নৃত্য-মুখর আজি মেঘলা দুপুর,


বৃষ্টির নূপুর বাজে টুপুর টুপুর।


  


বাদল-মেঘের তালে বাজিছে বেণু,


পাণ্ডুর হল শ্যাম মাখি কেয়া-রেণু,


বাহুতে দোলনায় বাঁধিবে শ্যামরায়


বোলো, ‘হে শ্যাম, এ বাঁধন খুলো না!’


তমাল-ডালে বাঁধো ঝুলনা॥

No comments:
Write comments

Interested for our works and services?
Get more of our update !