Search This Blog

Theme images by MichaelJay. Powered by Blogger.

Blog Archive

Saturday, December 3, 2016

শিউলিতলায় ভোরবেলায়

৫৪


বেহাগ – মিশ্র কাহারবা


  


শিউলিতলায় ভোরবেলায়


কুসুম কুড়ায় পল্লি-বালা।


শেফালি পুলকে ঝরে পড়ে মুখে


খোঁপাতে চিবুকে আবেশ-উতলা॥


ঘোমটা খুলিয়া তার পিঠে লুটায়,


শিথিল কবরী লুটিছে পায়,


নৃত্যের ভঙ্গে ফুল তোলে রঙ্গে,


আধো আঁধার বন তার রূপে উজালা॥


নিলাজ পাঁয়জোরে তার ওঠে ঝংকার রিনিঝিনি,


মন কয় চিনি চিনি,


এ কি গো বন-দেবীর সতিনি।


শিশির ধরে পায় আলতার রং চায়,


পাখি তারই গান গায় বনে নিরালা॥

No comments:
Write comments

Interested for our works and services?
Get more of our update !