১৫
তোমার পথে মোর চেয়ে কেউ সর্বহারা নাইকো, প্রিয়!
আমার চেয়ে তোমার কাছে নাই সখী, কেউ অনাত্মীয়।
তোমার বেণির শৃঙ্খলে গো নিত্য আমি বন্দি কেন? –
মোর চেয়ে কেউ হয়নি পাগল পিয়ে তোমার প্রেম-অমিয়।।
No comments:
Write comments