৪০
মদিনার শাহানশাহ্ কোহ-ই-তূর-বিহারিকোহ-ই-তূর-বিহারি : সিনাই বা তুর পর্বতের অধিবাসী।।
মোহাম্মদ মোস্তফা নবুয়তধারীনবুয়তধারী : নবির দায়িত্বপ্রাপ্ত।॥
আল্লার প্রিয় সখা, দুলাল মা আমিনার,
খদিজার স্বামী, প্রিয়তম আয়েশার,
আসহাবের হামদম হামদম : বন্ধু, সখা।, ওয়ালেদওয়ালেদ : পিতা। ফাতেমার,
বেলালের আজান, খালেদের তলোয়ার,
কেয়ামতেকেয়ামত : মহাপ্রলয়। উম্মতউম্মত : শিষ্য, অনুচর। শাফায়ত-কারীশাফায়ত-কারী : সুপারিশকারী।॥
তৌহিদ-বাণী মুখে, আল কোরআন হাতে,
খোদার নূর দেখি যার হাসির ইশারাতে,
যাঁর কদমের নীচে দোলে কত জিন্নাত,
যে দু-হাতে বিলাল দুনিয়ায় খোদার মহব্বত
মেরাজের দুলহাদুলহা : বর। আল্লার আরশচারী॥
নয়নে যাঁর সদা খোদার রহমতরহমত : করুণা, কৃপা। ঝরে
সংসার মরুবাসী পিয়াসার তরে,
আনিল যে কওসরকওসর : অমৃত। সাহারা নিঙাড়ি॥
No comments:
Write comments