৭৮
জংলা – কারফা
দিল দোলা দিল দোলা
কোন দখিন হাওয়া গজল-গাওয়া
কুসুম-ছাওয়া বনে।
ওঠে
চমকি চমকি পরান ক্ষণে ক্ষণে॥
ফুল-বধূদের মধু যেচে
বেড়ায় হিয়া নেচে নেচে,
দেখেছিলাম স্বপনে যায়
পেয়েছি তায় আজকে জাগরণে॥
কূল ছাপিয়া মন-তটিনী নটিনীর বেশে
দুলে দুলে যায় ভেসে।
দুলে দুলে যায় ভেসে।
বসন ভূষণ আজি শাসন নাহি মানে
খুশির তুফানে
আপনাকে কার পায়ে
দিতে চাহি বিলায়ে,
চাই
কুঞ্জপথে ঝরে যেতে
ঝরা ফুলের সনে॥
No comments:
Write comments