Search This Blog

Theme images by MichaelJay. Powered by Blogger.

Blog Archive

Tuesday, December 6, 2016

বল রে তোরা বল

১১


খাম্বাজ দাদরা


  


বল রে তোরা বল ওরে ও আকাশ-ভরা তারা!


আমার নয়ন-তারা কোথায়, কোথায় হল হারা?


  


দৃষ্টিতে তার বৃষ্টি হত তোদের অধিক আলো,


আঁধার করে আমার ভুবন কোথায় সে লুকাল?


হাতড়ে ফিরি আকাশ-ভুবন পাইনে তাহার সাড়া॥


খানিক আগে মানিক আমার ছিল রে এই চোখে,


আলোর কুঁড়ি পড়ল ঝরে কোন সে গহন-লোকে।


  


বলিস তোর আলোর রাজায়


তাঁহার অসীম আলোক-সভায়


কম হত কি আলো, আমার আঁখির আলো ছাড়া॥

No comments:
Write comments

Interested for our works and services?
Get more of our update !