৫০
(তুই)
বলহীনের বোঝা বহিস যেথায় ভৃত্য হয়ে
(যথা)
দাসী হয়ে করিস সেবা, যা মা সেথায় লয়ে
(মোরে) যা মা সেথায় লয়ে।।
(যথা)
রুগ্ণ ছেলে বক্ষে ধরে
নিশীথ জাগিস একলা ঘরে
(যথা)
দুঃখী পিতার সাথে কাঁদিস উপবাসী রয়ে।
(মোরে) যা মা সেথায় লয়ে।।
শ্রমিক চাষার তরে যথা আঁধার খাদে মাঠে
ক্ষুধার অন্ন নিস মা বয়ে, নে মা তাদের হাটে
(মোরে) নে মা তাদের হাটে।।
(তুই)
ত্রিজগতের পাপ কুড়ালি
(তাই)
সোনার অঙ্গ হল কালি
(তোরে)
সেই কোলেতে পাব মহাকালীর পরিচয়ে।।
No comments:
Write comments