সুরা কদরকদর : সম্মান।
শুরু করি লয়ে শুভ নাম আল্লার,
আদি অন্তহীন যিনি দয়া করুণার।
করিয়াছি অবতীর্ণ কোরান পুণ্য ‘শবে কদরে’শবে কদর : মহিমান্বিত রাত্রি। ;
জানবে কীসে শবে কদর কয় কারে? ধরা পরে
হাজার মাসের চেয়েও বেশি কদর এই যে নিশীথের,
এই সে রাতে ফেরেশতা আর জিবরাইল আলমেরআলম : জগৎ।
করতে সরঞ্জাম সকলই নেমে আসে ধরণি,
উষার উদয় তক থাকে এই শান্ত পূত রজনি।
No comments:
Write comments