৪৩
এল ফুলের মহলে ভোমরা গুনগুনিয়ে
ও-সে কুঁড়ির কানে কানে কি কথা যায় শুনিয়ে॥
জামের ডালে কোকিল কুতূহলে,
আড়ি পাতি ডাকে কূ কূ বলে
হাওয়ায় ঝরা পাতার নূপুর বাজে রুনঝুনিয়ে॥
ধীরে সখা ধীরে – কয় লতা দুলে
জাগিয়ো না কুঁড়িরে, কাঁচা ঘুমে তুলে–
গেয়ো না গুন গুন গুন গুন সুরে
প্রেমের ঢুলে ঢুলে।
নিলাজ ভোমরা বলে, ‘না-না-না-না’
– ফুল দুলিয়ে॥
No comments:
Write comments