Search This Blog

Theme images by MichaelJay. Powered by Blogger.

Blog Archive

Wednesday, December 7, 2016

বনে মোর ফুল-ঝরার বেলা

৯১


হাম্বির মিশ্র কাহারবা


  


বনে মোর    ফুল-ঝরার বেলা


  জাগিল    এ কী চঞ্চলতা। (অবেলায়)


এল ওই     শুকনো ডালে ডালে


কোন অতিথির ফুল-বারতা॥ (এল ওই)


বিদায়-নেওয়া কুহু সহসা এল ফিরে


জোয়ার ওঠে দুলে, মরা নদীর তীরে,


শীতের বনে বহে দখিনা হাওয়া ধীরে


জাগায়ে বিধুর মধুর ব্যথা॥ (পরানে)


বেল-কুঁড়ির মালা পরে তেমনি করে


কৈশোরের প্রিয়া এল কী রূপ ধরে!


হারানো সুর আজি কণ্ঠে ওঠে ভরে,


লাজ ভুলে বধূ কহিল কথা॥ (বাসরে)


রুদ্ধ বাতায়ন খুলে দে, চেয়ে দেখি –


হেনার মঞ্জরি আবার ফুটেছে কি?


হারানো মানসী ফিরেছে লয়ে কি


গত বসন্তের বিহ্বলতা॥

No comments:
Write comments

Interested for our works and services?
Get more of our update !