সুরা জিলজালজিলজাল : ভূমিকম্প হওয়া।
শুরু করি লয়ে ‘পাক’ নাম আল্লার,
করুণানিধান যিনি কৃপার পাথার।
ঘোর কম্পনে ভূমণ্ডল প্রকম্পিত সে হবে যেদিন
ধরা তার ভার বাহির করিয়া দিবে (সেদিন)।
‘কী হইল এর’ কহিবে লোকেরা,
সেদিন ব্যক্ত করিবে সে
নিজের যা কিছু খবর, তোমার
প্রভুর সে খোদার নির্দেশে।
প্রত্যাগত সে হইবে সেদিন
দলে দলে যত লোক সকল,
দেখানো হইবে কর্ম সকল
তাদের (পাপ ও পুণ্য-ফল)।
এক রেণুবৎ যে পুণ্য
করিবে, তাহাও দেখিবে সে,
পাপ যে করেছে এক রেণুবৎ
দেখা দিবে তারে তাও এসে।
No comments:
Write comments