Search This Blog

Theme images by MichaelJay. Powered by Blogger.

Blog Archive

Tuesday, December 6, 2016

বল সখী বল

১২


পিলু — খাম্বাজ কাহারবা


  


বল সখী বল ওরে সরে যেতে বল।


মোর মুখে কেন চায় আঁখি-ছলছল,


ওরে সরে যেতে বল॥


পথে যেতে কাঁপে গা


শরমে জড়ায় পা,


মনে হয় সারা পথ হয়েছে পিছল।


ওরে সরে যেতে বল॥


জল নিতে গিয়ে সই


ওর চোখে চেয়ে রই,


শান-বাঁধা ঘাট যেন কাঁপে টলমল।


ওরে সরে যেতে বল॥


প্রথম বিরহ মোর


চায় কি ও চিত-চোর?


চাঁদনি চৈতি রাতে আনে সে বাদল।


ওরে সরে যেতে বল॥

No comments:
Write comments

Interested for our works and services?
Get more of our update !