Search This Blog

Theme images by MichaelJay. Powered by Blogger.

Blog Archive

Thursday, December 1, 2016

যমুনা-কূলে মধুর মধুর

৩১


পাহাড়ি তেতালা


  


যমুনা-কূলে মধুর মধুর মুরলী সখী বাজিল।


মাধব নিকুঞ্জচারী শ্যাম বুঝি আসে –


    কদম্ব তমাল নব-পল্লবে সাজিল॥


ময়ূর তমাল-তলে পেখম খোলে,


ব্যাকুলা গোপ-বালা শুনিয়া সে তান,


যুগ যুগ ধরি যেন শ্যাম


    বাঁশরি বাজায় গো,


    বাঁশিতে শ্যাম মোরে যাচিল॥

No comments:
Write comments

Interested for our works and services?
Get more of our update !