Search This Blog

Theme images by MichaelJay. Powered by Blogger.

Blog Archive

Saturday, December 3, 2016

বাজিছে দামামা, বাঁধো রে

৮৩


ইমন - মিশ্র একতালা


  


বাজিছে দামামা, বাঁধো রে আমামাআমামা : শিরস্ত্রাণ।


   শির উঁচু করি মুসলমান।


দাওতদাওত : নিমন্ত্রণ। এসেছে নয়া জমানার


   ভাঙা কিল্লায় ওড়ে নিশান॥


মুখেতে কলমা হাতে তলোয়ার,


বুকে ইসলামি জোশ দুর্বার,


হৃদয়ে লইয়া এশ্‌ক্ আল্লার


   চল আগে চল বাজে বিষাণ।


ভয় নাই তোর গলায় তাবিজ


   বাঁধা যে রে তোর পাক কোরান॥


নহি মোরা জীব ভোগ বিলাসের,


শাহাদত চিল কাম্য মোদের,


ভিখারির সাজে খলিফা যাদের


   শাসন করিল আধা-জাহান


তারা আজ পড়ে ঘুমায় বেহোশ,


   বাহিরে বহিছে ঝড় তুফান॥


ঘুমাইয়া কাজাকাজা : নির্দিষ্ট সময় অতিক্রান্ত হবার পর যে নামাজ পড়া হয়। করেছি ফজরফজর : প্রাতঃকাল।,


তখনও জাগিনি যখন জোহরজোহর : দ্বিপ্রহর।,


হেলা ও খেলায় কেটেছে আসর,


   মগরেবেরমগরেব : সন্ধ্যাবেলা। আজ শুনি আজান।


জমাত্জমাত্ : জমায়েত। -শামিল হও রে এশাতেএশাত : রাত্রিকালীন নামাজ।


   এখনও জমাতে আছে স্থান॥


শুকনো রুটিরে সম্বল করে


যে ইমান আর যে প্রাণের জোরে


ফিরেছে জগৎ মন্থন করে


   সে শক্তি আজ ফিরিয়ে আন।


আল্লাহু আকবর রবে পুন


   কাঁপুক বিশ্ব দূর বিমান॥

No comments:
Write comments

Interested for our works and services?
Get more of our update !