Search This Blog

Theme images by MichaelJay. Powered by Blogger.

Blog Archive

Thursday, December 1, 2016

হেলে দুলে নীর ভরণে

৩৫


বেহাগ ধাম্বাজ দাদরা


  


হেলে দুলে নীর ভরণে ও কে যায়।


ছল করে কলসি নাচায় (কিশোরী)॥


দুলে দোদুল তনু-লতা বাহু দোলে,


    দুলে অঞ্চল চঞ্চল বায়।


দুলে বেণি, দুলে চাবি আঁচলায়॥


নাচে জল-তরঙ্গে তটিনী রঙ্গে


    জলদ দাদরা বাজায়।


মম পরান নূপুর হতে চায় (তার পায়)॥

No comments:
Write comments

Interested for our works and services?
Get more of our update !