Search This Blog

Theme images by MichaelJay. Powered by Blogger.

Blog Archive

Saturday, December 3, 2016

খোদার হবিব হলেন

৮৪


ভৈরবী মিশ্র কাহারবা


  


খোদার হবিব হলেন নাজেলনাজেল : আবির্ভূত।


    খোদার ঘর ওই কাবার পাশে।


ঝুঁকে পড়ে আর্শ কুর্শি,


    চাঁদ সুরুজ তাঁয় দেখতে আসে॥


ভেঙে পড়ে মুরত-মন্দির,


    লাত-মানাতলাত-মানাত : ইসলাম-পূর্বযুগে পূজিত দেবতাত্রয়। , শয়তানি তখ্‌ত,


‘লা-ইলাহা ইল্লাল্লাহু’র


    উঠিছে তক্‌বীর আকাশে॥


খুশির মউজ তুফান তোরা


    দেখে যা মরুভূমে,


কোহ-ই-তুরেরকোহ-ই-তুর : ‘সিনাই’ বা তুর পর্বত। পাথরে আজ


    বেহে্‌শতি ফুল ফুটে হাসে॥


য়্যোতিম-তারণ য়্যেতিময়্যেতিম : অনাথ, আতুর। হয়ে


    এল রে এই দুনিয়ায়,


য়্যোতিম-মানুষ-জাতির ব্যথা


    নইলে এমন বুঝত না সে॥


সূর্ব ওঠে, ওঠে রে চাঁদ,


    মনের আঁধার যায় না তায়,


হৃদ-গগন যে করল রওশনরওশন : উজ্জ্বল।,


    সেই মোহাম্মদ ওই রে হাসে॥


আপন পুণ্যের বদলাতে যে


    মাগিল মুক্তি সবার,


উম্মতি উম্মতিউম্মতি : হায় আমার শিষ্য। কয়ে


    দেখ আঁখি তাঁর জলে ভাসে॥

No comments:
Write comments

Interested for our works and services?
Get more of our update !