৫৪
কীর্তন ভাঙা
ওমা
ফিরে এলে কানাই মোদের
এবার ছেড়ে দিসনে তায়
তোর সাথে সব রাখাল মিলে
বাঁধব সে ননীচোরায়॥
তারে
তুই যখন মা রাখতিস বেঁধে,
ছড়ায়েছি কেঁদে কেঁদে
তখন
জানতে কে, যে, খুললে বাঁধন
পালিয়ে যাবে মথুরায়॥
এবার
আমরা এসে ডাকলে শ্যামে
গোঠে যেতে দিসনে তায়।
ওই
পথে অক্রুর মুনির সাথে
পালিয়ে যাবে শ্যামরায়॥
মোরা
কেউ যাব না বনে মা আর
খেলব তোর এই আঙিনায়,
শুধু
খেলব লুকোচুরি লো
আগলাতে চোরের রাজায়॥
No comments:
Write comments