Search This Blog

Theme images by MichaelJay. Powered by Blogger.

Blog Archive

Wednesday, December 7, 2016

বকুল-বনের পাখি

১৭


খাম্বাজ মিশ্র ঠুংরি


  


বকুল-বনের পাখি


    ডাকিয়া আর ভেঙো না ঘুম।


বকুলবাগানে মম,


    ফুরায়েছে ফুলের মরশুম॥


চাঁদের নয়নে চাহি


    জাগে না আর সে নেশা,


চাঁপার সুরভি-সুরায়


    বিরস বিরহ-মেশা।


আজি মোর জাগার সাথি


    একাকিনী নিশীথ নিঝুম॥


পিয়া মোর দূর বিদেশে, —


    কারে আর ডাকিছ পাখি


শুকায়ে গিয়াছে হাতে


    মালতী-মালার রাখি।


নিভিয়া গিয়াছে প্রদীপ


    রেখে গেছে মলিন ধূম॥

No comments:
Write comments

Interested for our works and services?
Get more of our update !