১৫
পিলু কাম্বাজ – সাদ্রা
উঠিয়ে দেখ মন।
হেরে গুণীজন॥
যে
চিনতে পারে রয় না ঘরে
হয় সে উদাসী
সে
সকল ত্যজি ভজে শুধু
নবিজির চরণ॥
ওই
রূপ দেখে রে পাগল হল
মনসুর হল্লাজহল্লাজ : মুসলিম তাপস, খোদার প্রেমে উন্মত্ত হয়ে নিজেকেই খোদা বা আনালহক বলে ঘোষণা করেছিলেন।
ত্যজিল জীবন॥
চিনবি খোদাকে,
সেই নূরী রওশন॥
No comments:
Write comments