Search This Blog

Theme images by MichaelJay. Powered by Blogger.

Blog Archive

Thursday, December 1, 2016

জয় বানী বিদ্যাদায়িনী

৪৯


সরস্বতী বন্দনা


  


জয় বানী বিদ্যাদায়িনী।


জয় বিশ্বলোক-বিহারিণী॥


সৃজন-আদিম তমঃ অপসারি


সহস্রদল কিরণ বিথারি


আসিলে মা তুমি গগন বিদারি


   মানস-মরাল-বাহিনী॥


ভারতে ভারতী মূক তুমি আজি


বীণাতে উঠিছে ক্রন্দন বাজি


ছিন্ন-চরণ শতদলরাজি


কহিছে বিষাদ-কাহিনি॥


ঊর মা আবার কমলাসীনা


করে ধরো পুন সে রুদ্র বীণা,


নব সুর তানে বাণী দীনাহীনা


   জাগাও অমৃত-ভাষিণী॥

No comments:
Write comments

Interested for our works and services?
Get more of our update !