১২
ভৈরবী – কারফা
ইসলামের ওই সওদা লয়ে
এল নবীন সওদাগর।
বদনসিব আয়, আয় গুনাহ্গারগুনাহ্গার : পাপী, অপরাধী।,
নতুন করে সওদা কর॥
জীবন ভরে করলি লোকসান,
আজ হিসাব তার খতিয়ে নে,
বিনি মূলে দেয় বিলিয়ে
সে যে, বেহেশ্তি নজর॥
কোরানের ওই জাহাজ বোঝাই
হিরা মুক্তা পান্নাতে,
লুটে নে রে লুটে নে সব
ভরে তোল তোর শূন্য ঘর॥
কলেমার ওই কানাকড়ির
বদলে দেয় এই বণিক
শাফায়তেরশাফায়ত : সুপারিশ। সাত রাজার ধন,
কে নিবি আয় ত্বরা কর॥
কিয়ামতেরকিয়ামত : প্রলয় দিন। বাজারে ভাই
মুনাফা, যে চাও বহুত,
এই ব্যাপারীর হও খরিদার,
লও রে ইহার সিলমোহর॥
আরশ হতে পথ ভুলে এ
এল মদিনা শহর,
নামে মোবারক মোহাম্মদ,
পুঁজি আল্লাহু আকবর॥
No comments:
Write comments