Search This Blog

Theme images by MichaelJay. Powered by Blogger.

Blog Archive

Monday, December 5, 2016

সকরুণ নয়নে চাহো

২১


দেশি-টোড়ি-মিশ্র লাউনি


  


সকরুণ নয়নে চাহো আজি মোর বিদায়বেলা।


ভুলিতে দাও বিদায়-দিনে হেনেছ যে অবহেলা॥


হাসিয়া কহো কথা আজ    হাসিতে যেমন আগেতে


হেরিবে মোর জীবন-সাঁঝে গোধূলি রঙের খেলা॥


থেকে যাও আরও কিছুখন থাকিতে বলিব না কাল,


মরণ-সাগরাপানে ভাসে মোর জীবন-ভেলা॥


আজিকার সাঁঝের ছায়া যেন না পড়ে ও মুখে,


সাঁঝের শেষে যেন আসে চাঁদের আর তারকার মেলা॥


হে বন্ধু, বন্ধুর পথে কে কাহার হয়েছে সাথি,


তেমনি থাকিয়া যায় সব, যাবার যে, যায় সে একেলা॥

No comments:
Write comments

Interested for our works and services?
Get more of our update !