৫০
ভৈরবী একতালা
রোদনে তোর বোধন বাজে
আয় মা শ্যামা জগন্ময়ী।
আমরা যে তোর মানব-ছেলে
আমরা তো মা দানব নই॥
তোর
মাথায় গেছে রক্ত চড়ে
তাই পা রেখেছিস শিবের পরে,
স্বামীকে তুই চিনতে নারিস
চিনবি ছেলেয় কেমনে কই॥
তোর
বাবা যেমন অটল পাষাণ,
তেমনি অটল তোরও কি প্রাণ!
তুই
সব খেয়েছিস সকল-খাগী,
এবার শুধু ভিক্ষা মাগি –
তোর
আপন ছেলের মাথা খা তুই
মোরাও দুঃখ-মুক্ত হই॥
No comments:
Write comments