সুরা তাকাসুরতাকাসুর : প্রাচুর্যের গর্ব করা।
শুরু করি লয়ে শুভ নাম আল্লার,
নাহি আদি নাহি অন্ত যাঁর করুণার।
অধিক লোভের বাসনা রেখেছে তোমাদেরে
মোহ-ঘোরে,
যাবৎ না দেখ তোমরা গোরস্থানের
আঁধার গোরে।
না, না, না, তোমরা শীঘ্র জানিবে পুনরায়
(কহি) ত্বরা
জ্ঞাত হবে; না, না, হতে যদি জ্ঞানী ধ্রুব সে
জ্ঞানেতে ভরা।
দোজখদোজখ : নরক। -অগ্নি করিবে তোমরা নিশ্চয় দর্শন
দেখিবে তাহারে তার পর লয়ে বিশ্বাসীর নয়ন।
– নিশ্চয় তার পরে
হইবে জিজ্ঞাসিত আল্লার চিরসম্পদ তরে।
No comments:
Write comments