Search This Blog

Theme images by MichaelJay. Powered by Blogger.

Blog Archive

Thursday, December 1, 2016

শা আর শুঁড়ি মিলে

৮৯


পিলু খাম্বাজ – কারফা


  



  

শা আর শুঁড়ি মিলে



  

       শাশুড়ি কি হয় গো।



  

শ্যাম-প্রেমে বাধা দেয়



  

       স্বামী তারে কয় গো॥



  

নয় নদী মিলে হয় ননদি সে দজ্জাল,



  

জুতো জামা-ই সার যার – জামাই সে মহাকাল,



যার

কসুর হয় না সে শ্বশুর মহাশয় গো॥



সে

ভাদ্দর-বউ, যার ভাদ্দর মাসে বিয়ে,



  

দেবর সে জন, দেয় বর যে দাদারে দিয়ে।



  

ভাসুর সে, অসুরের মতো যারে ভয় গো॥



  

বেহায়া চশম-খোর, তাই কি বেহাই কই,



  

পিষিয়া মারেন বলে নাম কি পিসিমা ওই,



  

সবিরই সে ভাগ নেয় ভাগনেরই জয় গো॥

No comments:
Write comments

Interested for our works and services?
Get more of our update !