৩৬
আজি ঈদ ঈদ ঈদ খুশির ঈদ, এল ঈদ
(যাঁর)
আসার আশায় চোখে মোদের ছিল না রে নিদ॥
নে
সাদকা দিয়ে বেহেশ্তে, যাবার রসিদ॥
আনন্দেরই শিরনি এল আশমানি পথে,
সেই
শিরনি নিয়ে নতুন আশায় জাগবে না-উম্মিদ॥
(তোর)
পিরাহানের আতব গোলাব লাগুক রে মনে,
(আজ)
প্রেমের দাওত দে দুনিয়ার সকল জনে,
দিলেন ঈদের মারফতে হজরত এই তাগিদ॥
No comments:
Write comments