Search This Blog

Theme images by MichaelJay. Powered by Blogger.

Blog Archive

Tuesday, December 13, 2016

তৃতীয় খণ্ড

তৃতীয় খণ্ড



মৌরী :

বেদের দুলাল! তুই পাখি শিকার করিস কেন?



ঝুমরো :

বেদের মেয়ে! তুই সাপ নাচাস কেন?



মৌরী :

সাপ নাচাই? সাপের মতো চোখ যার – তাকে বশ করতে – শুনবি –


  


বাঁকা ছুরির মতো বেঁকে উঠল যে তোর আঁখি।


বেদের দুলাল আমার সাথে সাপ খেলাবি নাকি?


তোর জোড়া-ভুরুর ধনু আমি চিনি


পাখি আমি নই বেদিয়া আমি যে সাপিনী


     ভয় করি না হাসিকে


     ডর লাগে তোর বাঁশিকে


তোর মনের ঝাঁপি খোলা পেলে সেথায় গিয়ে থাকি॥


  



মৌরী :

শুনলি তো? আচ্ছা বেদের-দুলাল তুই ফুল পাড়তে পারিস – ওই গাছের আগায় কত ফুল দেখেছিস – আমায় পেড়ে দিবি?



ঝুমরো :

ফুলের দাম দিবি তো?



মৌরী :

দাম? যা!



ঝুমরো :

আচ্ছা দাম নাই দিলি – আমি যে ফুল পেড়ে দেব – তাই দিয়ে বিনি সুতোর মালা গেঁথে আমায় দিবি তো?



মৌরী :

বারে! তা হলে তো দাম দেওয়া হয়েই গেল। দাম পেলে চলে যাবি – আর দাম না পেলে পাওয়ার আশায় আবার ফিরে আসবি।



ঝুমরো :

ফিরে এলে যদি দেখা পাই – তাহলে দাম চাইনে – তাহলে কাল আবার ফিরে আসবি?



মৌরী :

জানি না!



ঝুমরো :

(তির ছোঁড়া ও ফুল পাড়ার শব্দ) এই নে একডাল ফুল তির দিয়ে পেড়ে দিলাম – তোর আঁচলের ডালি কই?

No comments:
Write comments

Interested for our works and services?
Get more of our update !