৪৪
আমার হৃদয় শামাদানে জ্বালি মোমের বাতি।
নবিজিগো! জেগে আমি কাঁদি সারা রাতি॥
আশমানেরই চাঁদোয়াতলে
চাঁদ সেতারার পিদিম জ্বলে,
ওরাও যেন খোঁজে তোমার আমার দুখের সাথি॥
দিনের কাজে পাই না সময় তাই নিরালা রাতে
তোমার পাওয়ার পথ খুঁজি গো কোরানের আয়াতে।
ঝরলে পাতা ডাকলে পাখি
চমকে ভাবি তুমি নাকি?
মসজিদে যাই গভীর রাতে খুঁজি আঁতিপাঁতি
রোজহাশরেরোজহাশর : শেষ বিচারের দিন। পায় দেখা মোরে সবাই বলে
তোমার বিহনে ঘুম নাই নয়নে,
মোর জীবনে রোজ কিয়ামতকিয়ামত : মহাপ্রলয়ের দিন। আসে প্রতিপলে,
বিষের সমান লাগে আমার দুনিয়ার যশ খ্যাতি॥
No comments:
Write comments