Search This Blog

Theme images by MichaelJay. Powered by Blogger.

Blog Archive

Thursday, December 8, 2016

শ্যামা নামের ভেলায় চড়ে


  



  

শ্যামা নামের ভেলায় চড়ে



  

               কাল-নদীতে দুলি



  

ঘাটে ঘাটে ঘটে ঘটে



  

               সুরের লহর তুলি।



  

কাল-তরঙ্গে ভাসিয়ে অঙ্গ



  

দেখে বেড়াই কতই রঙ্গ ;



  

কায়ায় কায়ায় রং-বেরঙের



  

               শত মায়ার ধূলি।।



  

জন্মান্তর ঘাটে ঘাটে



  

         ভাসি, উঠি, ডুবি ;



  

কেবলই মা ডাকে আমায় –



  

         ‘আয় আমারে ছুঁবি।’



(মোরে)

কালস্রোতে ভাসাবার ছলে



  

লীলা দেখান নাটমহলে,



(মা)

আপনি এসে খেলার শেষে



  

বক্ষে লবে তুলি।।

No comments:
Write comments

Interested for our works and services?
Get more of our update !