Search This Blog

Theme images by MichaelJay. Powered by Blogger.

Blog Archive

Saturday, December 3, 2016

উম্মত আমি গুনাহ্‌গার

৮০


সিন্ধু – ভৈরবী কাহারবা


  


উম্মতউম্মত : শিষ্য। আমি গুনাহ্‌গারগুনাহ্‌গার : অপরাধী।


   তবু ভয় নাহি রে আমার।


আহ্‌মদআহ্‌মদ : বিশ্বনবির অন্যতম নাম। আমার নবি


   যিনি খোদ হবিবহবিব : বন্ধু। খোদার॥


যাঁহার উম্মত হতে চাহে সকল নবি,


তাঁহারই দামনদামন : আঁচল। ধরি


   পুলসরাত হব পার॥


কাঁদিবে রোজ-হাশরেরোজ-হাশর : শেষ বিচারের দিন। সবে


   যবে নফসি-য়্যা-নফসিনফসি-য়্যা-নফসি : বাঁচাও বাঁচাও। রবে,


য়্যা উম্মতি বলে একা


   কাঁদিবেন আমার মোখতারমোখতার : অভিভাবক।


কাঁদিবেন সাথে মা ফাতেমা


   ধরিয়া আর্শআর্শ : সিংহাসন। আল্লার


হোসায়নের খুনের বদলায়


   মাফি চাই পাপী সবাকার॥


দোজখ হয়েছে হারাম


   যেদিন পড়েছি কলেমা


যেদিন হয়েছি আমি


   কোরানের নিশান-বর্দারনিশান-বর্দার : পতাকাবাহী।

No comments:
Write comments

Interested for our works and services?
Get more of our update !