২
তিরোভাব
সেই রবিয়লরবিয়ল : একটি চান্দ্রমাসের নাম। আউওলেরইআউওল : প্রথম দিন। চাঁদ এসেছে ফিরে
ভেসে আকুল অশ্রুনীরে॥
আজ মদিনার গোলাপ-বাগে বাতাস বহে ধীরে
ভেসে আকুল অশ্রুনীরে॥
তপ্ত বুকে আজ সাহারার
উঠেছে রে ঘোর হাহাকার,
মরুর দেশে এল আঁধার-লোকের বাদল ঘিরে
আকুল অশ্রুনীরে॥
চবুতরায় বিলাপ করে কবুতরগুলি
খোঁজে নবিজিরে।
কাঁদিছে মেষশাবক, কাঁদে বনের বুলবুলি
গোরস্থান ঘিরে।
মা ফতেমা লুটিয়ে পড়ে
কাঁদে নবির বুকের পরে
আজ দুনিয়া জাহান কাঁদে কর হানি শিরে
আকুল অশ্রুনীরে॥
No comments:
Write comments