১৮
তোমার গানের চেয়ে তোমায় ভালো লাগে আরও
(মোর) ব্যথায় আস প্রিয় হয়ে, কথায় যখন হারো।
(তব) সুর যবে দূরে যায় চলে
তখন আস মোর আঁখির জলে
ভালোবাসায় যে মধু দাও বঁধু
তা কি ভাষায় দিতে পার॥
আমায় যখন সাজাও সুরে ছন্দ অলংকারে
তখন তুমি থাক যেন কোন গগনের পারে।
গান থামিয়ে একলা ঘরে
আস যখন আমার তরে
সেই তো আমার আনন্দ, তাহা ছন্দে দিতে পার॥
No comments:
Write comments