৭
পিলু – কারফা
ও মন
রমজানের ওই রোজার শেষে
এল খুশির ঈদ।
তুই
আপনাকে আজ বিলিয়ে দে
শোন আশমানি তাকিদ॥
তোর
সোনাদানা বালাখানা
ভাঙাইতে নিদ॥
তুই
পড়বি ঈদের নামাজ রে মন
হয়েছে শহিদ॥
আজ
ভুলে গিয়ে দোস্ত দুশমন
হাত মিলাও হাতে,
তোর
প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল
যারা
জীবন ভরে রাখছে রোজা
নিত-উপবাসী
তোরে
মারল ছুঁড়ে জীবন জুড়ে
ইঁট পাথর যারা
সেই
পাথর দিয়ে তুল রে গড়ে
প্রেমেরই মসজিদ॥
No comments:
Write comments