৫৪
কাঁদি তোমার বিরহে গো বেশি মোমের বাতির চেয়ে,
আরক্ত-ধার অশ্রু ঝরে মদের সোরাই সম বেয়ে।
আমি গো পান-পেয়ালা যেন, হৃদয় যখন কৃপণ হেরি –
দূর বাঁশরি-বিলাপ শুনি রক্ত-ধারায় উঠি ছেয়ে।।
No comments:
Write comments