৮১
আমি
সাধ করে মোর গৌরী মেয়ের
নাম রেখেছি কালী।
পাছে লোকের দৃষ্টি লাগে
মাখিয়ে দিলাম কালি
তার,
সোনার আঙ্গে মাখিয়ে দিলাম কালি।।
হাড়ের মালা গলায় দিয়ে
দিয়েছি তার কেশ এলিয়ে,
তবু,
আনন্দিনী নন্দিনী মোর দেয় রে করতালি।
নেচে নেচে দেয় রে করতালি।।
চোখে চোখে রাখি তারে, পাছে সে হারায়;
তাই,
কালো মেয়ের রূপ লেগেছে মোর আঁখিতারায়।
সে শ্মশান পথে বেড়ায় একা,
সহজে সে দেয় না দেখা (রে),
শুধু,
বনের জবা জানে আমার মেয়ে রূপের ডালি।।
No comments:
Write comments