১
মার্চের সুর
দিকে দিকে পুনঃ জ্বলিয়া উঠেছে
দীন-ই-ইসলামি লাল মশাল।
ওরে বে-খবর, তুইও ওঠ জেগে
তুইও তোর প্রাণ-প্রদীপ জ্বাল॥
গাজি মুস্তাফামুস্তাফা : অসমসাহসী যোদ্ধা। কামালের সাথে
জেগেছে তুর্কি সুর্খ-তাজসুর্খ-তাজ : লাল টুপি বা মুকুট। ,
রেজা পহলবিপহলবি : আধুনিক পারস্যের স্রষ্টা। সাথে জাগিয়াছে
বিরানবিরান : বিধ্বস্ত। মুলুক ইরানও আজ,
গোলামি বিসরি জেগেছে মিশরি,
জগলুলজগলুল : আধুনিক মিশরের জনক। সাথে প্রাণ-মাতাল॥
ভুলি গ্লানি লাজ জেগেছে হেজাজহেজাজ : আরবের পশ্চিম অংশ, সৌদি আরব।
নেজ্দ্ আরবে ইব্নে সউদ্সউদ্ : আধুনিক আরব বা সৌদি আরবের প্রতিষ্ঠাতা।,
কাবুলে নবীন আল-মাহ্মুদ,
মরা মরক্কো বাঁচাইয়া আজ
বন্দি করিম রীফ-কামাল॥
জাগে ফয়সল ইরাক আজমে,
জাগে বয়তুলবয়তুল : ঈশ্বরের আবাস। মোকাদ্দসমোকাদ্দস : আবর্জনা থেকে মুক্ত, পবিত্র। রে,
জাগে শাম দেখ টুটিয়া নিদ,
জাগে নাকো শুধু হিন্দের
দশ কোটি মুসলিম বে-খেয়াল॥
হাজারো বছর শুধু ঘুমাই,
আমাদের কেহ ছিল বাদশাহ
কোন কালে, তারই করি বড়াই,
জাগি যদি মোরা, দুনিয়া আবার
কাঁপিয়া চরণে টালমাটাল॥
No comments:
Write comments